• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষার্থীদের উদ্যোগে শাবিতে ‘চাষাভুষার টং’ চালু


শাবি প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১১:৫১ এএম
শিক্ষার্থীদের উদ্যোগে শাবিতে ‘চাষাভুষার টং’ চালু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) শিক্ষার্থীদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘চাষাভুষার টং’।

বুধবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-বি-এর সামনে এ টং চালু করা হয়।

টং চালুর বিষয়ে শিক্ষার্থীরা বলেন, “চাষাভুষাদের পরিশ্রমে এ দেশের অর্থনীতির চাকা সচল হয়। সেই চাষাভুষাদের নিচু করে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক মন্তব্য করেছেন। এর প্রতিবাদে শাবিপ্রবির চাষাভুষার সন্তানেরা গত কয়েক দিন ধরে ক্যাম্পাসের অভ্যন্তরে চালু করেছে ‘চাষাভুষার টং’। আজ আনুষ্ঠানিকভাবে ক্যাম্পাসের একাডেমিক ভবন-বি-এর সামনে উদ্বোধন হলো চাষাভুষার টংয়ের।”

শিক্ষার্থীরা আরও বলেন, “আমরা আপাতত শিক্ষার্থীদের তত্ত্বাবধানেই এই টংয়ের কার্যক্রম চালু করেছি এবং ক্যাম্পাসে একাডেমিক ভবন-ই ও অন্যান্য জায়গায় শিগগিরই আরও ৪টি টং চালু করা হবে।”

অহিংস আন্দোলনের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে টংদোকান চালুসহ গোলচত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিবাদী গান, কবিতা আবৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। ভিসি পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন অব্যাহত থাকবে।

Link copied!